Header Ads

Header ADS

ফাইভারে ১ম অর্ডারটি আসার জন্য কি কি করতে হয়?

 

ফাইভারে ১ম অর্ডারটি আসার জন্য কি কি করতে হয়?

ফাইভারে ১ম অর্ডারটি আসার জন্য কি কি করতে হয়? 

ফাইবার এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনি আপনার স্কিল বিক্রয় করতে পারেন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। তবে তা বিক্রয় করার জন্য আপনাকে অবশ্যই ফাইবারের  ট্রামস এবং কন্ডিশন গুলা মেনে চলতে হবে।  সঠিক দক্ষতা থাকলে ফাইবারে আপনি সাকসেস হবেনই। নিচের টিপস গুলো ফলো করলে হয়তো আপনার ফাইবারে সাকসেস হওয়ার  পথ আরো সুন্দর হবে। 


১. অবশ্যই সঠিক ভাবে সঠিক স্কিলে দক্ষ হতে হবে। যে কাজটা করতে যাচ্ছি, সেটা ভালো ভাবে করতে হবে। পরীক্ষা দিয়ে শিওর হতে হবে যে স্কিল ওকে আছে।


২. সঠিক ভাবে প্রোফাইল সাজাতে হবে। ডেসক্রিপশন,  হেডলাইন, ট্যাগলাইন, ছবি আকর্ষণীয় হতে হবে।


৩. গিগ কোনটা দিবো, বুঝে শুনে দিতে হবে। অতিরিক্ত কমন গিগ হলে প্রতিযোগিতা বেশি। আবার খুব বেশি ইউনিক হলে, কেউ খুজবেই না।


৪. গিগের ছবি আকর্ষণীয় হতে হবে। ক্লায়েন্টের যেন দেখে ভালো লাগে।


৫. গিগ হেডলাইন যেন উপযুক্ত হয়। নাহলে কোন অর্ডার আসবে না। এসইও অপটিমাইজড হওয়া জরুরি।


৬. অন্তত ৫টা গিগ সাজিয়ে বসা জরুরি। কারো কারো ১টা গিগেই বাজিমাত হয়, কিন্তু সেটা সাধারণ জনতার জন্য না। স্পেশাল জনতার। আমাদের শুরুতেই ৫-৭টা গিগ লাগবে।


৭. গিগ ডেসক্রিপশন যেন পর্যাপ্ত হয়। মানুষ যেন ট্রাস্ট করতে পারে। ট্রাস্ট এখানে জরুরি। কমন কপি-পেস্ট তথ্য রাখলে লাভ নাই


৮. পিসি বা ল্যাপটপ নিয়ে অনলাইনে থাকতে হবে। মোবাইলে নিয়ে অপেক্ষা করে কোন লাভ নাই 😒


৯. নির্দিষ্ট সময়ে অন্তত ১০ ঘন্টা অ্যাকটিভ থাকতে হবে। অন্তত ১০ ঘন্টা অ্যাকটিভ থাকতে হবে।
অন্তত ১০ ঘন্টা অ্যাকটিভ থাকতে হবে।

ইনশাআল্লাহ এতেই কাজ হয়ে যাবে।

আরও কিছু টিপস আছে তবে সেগুলো আগামীতে দেওয়া হবে

স্কিল আর কমিউনিকেশন ঠিক থাকলে এরপর কাজ আসবেই আসবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.